ব্যারাকপুর তালপুকুর নিষিদ্ধপল্লী এলাকায় শিশুদের স্কুলের পরিত্যক্ত বাথরুমে তিনটি তাজা বোমা উদ্ধার করাকে কেন্দ্র করে তৈরি হলো চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তালপুকুর এলাকায়। ‘জবালা সত্যকাম’ নামে একটি বাচ্চাদের স্কুলের পরিত্যক্ত বাথরুম থেকে আজ সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা ওই বোমা তিনটি দেখতে পান। এরপরই তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন।
এরপর টিটাগড় থানাকে খবর দেওয়া হলে ঘটনার স্থলে টিটাগড় থানার পুলিশ আসে এবং বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই তাজা বোমা উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় পৌরমাতা গীতালি বিশ্বাস জানান, “কে বা কারা এই বোমাটি রেখেছে তা প্রশাসন খতিয়ে দেখছে। তার পাশাপাশি স্কুলের ওই বাথরুমটাকে সঠিকভাবে মেরামতি করারও চেষ্টা করা হবে স্থানীয় পৌর প্রশাসনের পক্ষ থেকে, নাহলে বাথরুমটি ভেঙে দেয়া হবে। কারণ ওই স্কুলে অনেক বাচ্চারা পড়তে আসে; অনেক বড়সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত।”