ভয়াবহ বিস্ফোরণে কাঁপল লাহোর। ভারতে একাধিক জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সৈয়দের বাড়ির কাছেই এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন ১৬ জন, তার মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ বিস্ফোরণে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। লাহোরের জহর টাউন এলাকায় হাফিজের বাড়ি। বুধবার সকালে সেই বাড়ির সামনেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির জানলা–দরজার কাচও ভেঙে যায়।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের অনেক বাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকায় রয়েছে বেশ কিছু শোরুম, ব্যাঙ্ক এবং হাসপাতাল আছে। একটি গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। বাড়ির সামনে গাড়িটি রাখা হয়েছিল। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে চার ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। তবে কারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে কিংবা কেন এই হামলা, তা এখনও জানা যায়নি। এমনকী, বিস্ফোরণের সময় হাফিজ তার বাড়িতে ছিল কিনা সেটাও পরিষ্কার নয়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। তিনি জানান, ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাছ থেকে বিস্ফোরণের বিষয়ে রিপোর্ট চেয়েছেন তিনি। আরও কেউ ধ্বংসস্তূপের ভিতরে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে কড়া নজরদারি।