পাকিস্তানের পেশোয়ারে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে শিশু–সহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। মঙ্গলবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মাদ্রাসায় বিস্ফোরণটি হয়েছে। একটি প্লাস্টিক ব্যাগে সেখানে বিস্ফোরক রেখে গিয়েছিল অজ্ঞাতপরিচয় লোকেরা। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশকর্মী।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের এক মুখপাত্র জানান, আহত ৭০ জনের মধ্যে দগ্ধ হয়েছেন অনেকেই। অনেকের অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাদ্রাসায় সাধারণত প্রাপ্তবয়স্ক ছাত্ররাই পড়াশোনা করে। বিস্ফোরণের সময় সেখানে শিশু–সহ অনেক ছাত্রই পড়াশোনা করছিল বলে খবর।
মৃতদের মধ্যে চার জন শিশু রয়েছে। অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ ওই মাদ্রাসায় রেখে যায়। ক্লাস চলাকালীনই ওই ব্যাগ ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয়। তবে ওই ব্যক্তি কীভাবে ঢুকল, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। উল্লেখ্য, রবিবার আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছিল। কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে বিরোধী দলগুলির মিছিলে এই বিস্ফোরণ ঘটানো হয়। পাকিস্তানের প্রথম শ্রেণির দৈনিক ‘দ্য ডন’ জানাচ্ছে, শক্তিশালী আইইডি ব্যবহার করা হয়েছে ওই বিস্ফোরণ ঘটানোর জন্য। অন্তত ৫ কেজি বিস্ফোরক ব্যাগে ছিল বলে খবর।