গভীর রাত, ঘুমে নিমগ্ন শহর। বিকট শব্দে কেঁপে উঠল বিহারের ভাগলপুরের কাজওয়ালিচক। ভাগলপুরের কাজওয়ালিচক এর একটি বাড়িতে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে নিহত হন ১০ জন।বিস্ফোরণে গুরুতর আহত ১১ জন। আহতদের চিকিৎসার জন্য ভাগলপুরের মায়া গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের চারটি বাড়ি ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় প্রায় 5 কিলোমিটার এলাকা কেঁপে উঠেছিল। বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। সারারাত ধরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কার্য চালানোর পর সকালে মরদেহ উদ্ধার করা হয়। আশঙ্কা করা হচ্ছে এখনও বহু মানুষ আটকে রয়েছে ধ্বংসস্তূপের নিচে।
কিছুদিন আগেই ভাগলপুর এর নাত নগর রেলস্টেশন এর দুই নম্বর প্লাটফর্মে একটি ডিটোনেটর বোমা উদ্ধার করা হয়েছিল এবং সেই সময় নাথ নগর রেল স্টেশন এর কাছে রেল লাইনের পাশে বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল এক ব্যক্তি।
বেশ কিছুদিন ধরেই ভাগলপুর পুলিশকে সতর্ক করছিল আইবি। ভাগলপুর শহরসহ বিভিন্ন এলাকায় কিছু মানুষের সন্দেহজনক উপস্থিতির কথা জানিয়েছিল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 5 কেজি গান পাউডার এবং বিপুল পরিমাণ লোহার পেরেক। যদিও পুলিশের প্রাথমিক অনুমান আতশবাজি তৈরীর সময় ঘটেছে এ বিস্ফোরণ। এর আগেও এই একই বাড়িতে ঘটেছিল বিস্ফোরণ। নিহতদের পরিবারের মূল ব্যবসা ছিল আতশবাজি তৈরীর। যদিও বিস্ফোরণের তীব্রতা দেখে পুলিশ মনে করছে আতশবাজির পাশাপাশি অন্য কোন বিস্ফোরক ব্যবহার করা হত কিনা বা অন্য কোন নাশকতামূলক কাজে বিস্ফোরক তৈরি করা হত কিনা তা তদন্ত করছে ভাগলপুর পুলিশ।