সবংয়ের পর অশোকনগর। জেলায় জেলায় ত্রাস সৃষ্টি করছে বিজেপি বলে অভিযোগ। এদিন ব্যাপক বোমাবাজিতে তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার অশোকনগর। বিজেপি না করার অপরাধে এবার অশোকনগরের গিলাপোলে ব্যাপক বোমাবাজি হল। অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপোলের একটি বাড়িতে প্রকাশ্যে বোমাবাজির ঘটনা ঘটল। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গিলাপোলের মৌয়ারা বিবির বাড়িতে বোমা মারে বিজেপি’র দুষ্কৃতীরা বলে অভিযোগ। মৌয়ারা বিবির পরিবারের অভিযোগ, তাঁদের বিজেপি করার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা বিজেপিতে যোগ দেননি। তাই তাদের বাড়িতে বিজেপি’র দুষ্কৃতীরা বোমা মারে।
এদিন মৌয়ারা বিবি জানান, ২০০৯ সালের ২১ জুলাই আমরা তৃণমূলের মিছিলে যাওয়াতে তখনও একবার আমার বাড়িতে বোমা মেরেছিল বিজেপি’র দুষ্কৃতীরা। পর পর তিনটি বোমায় কেঁপে ওঠে এলাকা। বাড়ির জানালা ভেঙে যায়। এই ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার–সহ গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে অশোকনগর থানার পুলিশ। ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অশোকনগর বিধানসভার বিজেপির কনভেনার স্বপন দে জানান, মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে ছোবিরুল মন্ডল ও আব্দুল সালামের মধ্যে গণ্ডগোল বাঁধে। এই ব্যাপারে বিজেপি কর্মীরা জড়িত নয়। উল্টে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজনৈতিক সংঘর্ষের জেরে প্রবল উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ব্যাপক বোমাবাজির পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সবংয়ের ১১ নম্বর অঞ্চলের মোহাড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পার্টি অফিসে হামলা চালিয়েছে। যদিও বিজেপি অভিযোগ নস্যাত্ করে দেয়।
