জেলা

বোমা বিস্ফোরণে মৃত্যু শিশুর

নির্বাচনের আগে ভাঙড় জুড়ে চলছে পুলিশি তল্লাশি। একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বোমা৷ অবাধ ও শান্তিপুর্ণ নির্বাচনের লক্ষ্যে এই তল্লাশি অভিযান বলে জানিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের রসিকপুরে। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি আর একজন। ভোটের মুখে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানে।
এদিকে ভাঙড়ের চালতাবেড়িয়া থেকে তাজা বোমা উদ্বার করে কাশীপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চালতাবেড়িয়া এলাকার একটি বাঁশ বাগান থেকে মোট ২১টি তাজা বোমা উদ্বার করেছে পুলিশ। আর বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারা গিয়েছে শেখ আফরোজ নামে ওই শিশু। জানা গিয়েছে, সোমবার সকালে বর্ধমান শহরের রসিকপুর এলাকায় পাঁচ বছরের আফরোজ এবং শেখ আব্রাহাম খেলছিল।
অন্যদিকে কাবিলডাঙ্গা এলাকার মাঠের মধ্যে পরিত্যক্ত আমবাগান থেকে বোমা বানানোর নানা সামগ্রী উদ্বার হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা চম্পট দেয় বলে জানা গিয়েছে। ভোটের আগে একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে গোটা ভাঙড়। আর বলের মতো গোলাকার বোমা পড়ে থাকতে দেখে সেটাকে বল ভেবে খেলতে যায় তারা। তখনই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় আফরোজ এবং আব্রাহামকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণ পর মৃত্যু হয় আফরোজের।