বিনোদন ব্রেকিং নিউজ

ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের ‘বাদশা’

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। শোনা যাচ্ছে, ভিকি – ক্যাটের বিয়েতে উপস্থিত থাকবেন স্বয়ং কিং খান! রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে হবে তেমনটাই জানা গিয়েছিল। কিন্তু কাহিনিতে বড়সড় টুইস্ট। এবার জানা যাচ্ছে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সারবার আগেই কোর্ট ম্যারেজ সারছেন ক্যাটরিনা-ভিকি কৌশল।

সূত্রের খবর, নিজেদের বিয়েতে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন ‘ভিক্যাট’। নিমন্ত্রণ রক্ষা করতে রাজস্থান পাড়ি দেবেন ‘বাদশা’। রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে ২০০ জন অতিথির উপস্থিতিতে সাড়ম্বরে বিয়ে করবেন ভিকি-ক্যাটরিনা। জানা গেছে, তার আগে মুম্বইয়ে আইনি বিয়ে সেরে ফেলবেন দু’জনে। ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে আগেই নাম শোনা গিয়েছে বেশ কয়েক জন তারকার। তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী, বরুণ ধবন, কর্ণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টিরা।

অতিথি তালিকায় ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খানের নাম না থাকায় গুঞ্জন ছড়িয়েছে বলি পাড়ায়।  এ বার অতিথি-তালিকায় শাহরুখের নাম উঠে আসায় বলিপাড়ার সূত্রের বক্তব্য, “শাহরুখও পর পর ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। তবে ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে অল্প সময়ের জন্যে থাকার চেষ্টা করবেন তিনি।”