গতকল চলে গেলেন ইরফান খান। আজ ঋষি কাপুর। একদিন পর পর বলিউডের দুই নক্ষত্রের ঝরে পড়ায় শোকে মূহ্যমান পুরো বলিউড। ইরফানের পর ঋষি কাপুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড জুড়ে শোকের ছায়া নেমে আসে।
প্রিয় ঋষির মৃত্যুর খবর পেয়ে যেমন ভেঙে পড়েন অমিতাভ বচ্চন। শোকার্ত অমিতাভ টুইটে লেখেন ’ঋষি চলে গেল। আমি শেষ হয়ে গেলাম!।’
বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবারই চিরনিদ্রায় গেলেন ঋষি কাপুর। অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবারই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মারণ ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ঠিকই, কিন্তু এত আকস্মিকভাবে চলে যাবেন ভাবতে পারেননি কেউই! আজ চলে গেলেন ঋষি। তার মৃত্যুর শোক জানাতে গিয়ে কণ্ঠস্বর রোধ হয়ে আসে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। ভারতীয় গণমাধ্যমে জানায় তেমনটিই।
শর্মিলা ঠাকুর বলেন, আমি শোকাহত, মর্মাহত! বিশ্বাস করতে পারছি না। কী ভালো অভিনেতা। ওর শূন্যস্থান কোনো দিন পূরণ হবে না। ‘মুলক’, ‘কাপুর অ্যান্ড সনস’ কত ছবির নাম বলব! কী করে হলো? কেন হলো? বুঝতে পারছি না। কাল ইরফান খান, আজ ঋষি (কাপুর)!
ঋষি কাপুরের বহু সিনেমার নায়িকা হেমা মালিনি জানিয়েছেন, এটা মানতে পারছি না। কোনো ভাষা নেই আমার।। আবেগপ্রবণ হয়ে ধর্মেন্দ্র বলেন, “আমি ভেবেছিলাম ও লড়ে, জিতে ফিরেছে! ঋষি অনেক কিছু শিখিয়ে গিয়েছে আমাদের।”
ঋষির প্রযোজক বন্ধু মুকেশ ভাট জানান, ‘৪০ বছরের সম্পর্ক আমাদের। খোলামেলা কথা বলত। আমার কাছে এখন কোনো শব্দ নেই। ইরফানের পরই ঋষি! কেন? এত খারাপ সময় বলিউড দেখেনি। আমি চাইলেও এখন আমার বন্ধুর শেষষাত্রায় শামিল থাকতে পারব না! আমার দুর্ভাগ্য এটা। যতদিন আমি বেঁচে থাকব চিন্টু আমার হৃদয়ে থাকবে। ওর মতো মানুষ হয় না।
অন্যদিকে আমেরিকায় ঋষি কাপুরের মৃত্যুর খবরে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান, ঋষি কাপুরের মৃত্যু বলিউডের অনেক বড় ক্ষতি। এই কঠিন সময়ে নিতু কাপুর, রণবীর এব রিদ্ধিমা কাপুর যেন আরও মনের শক্তি পান, সেই বার্তা দেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করেন পিগি।
টুইটারে শোকবার্তা জানিয়েছেন অক্ষয় কুমার, জুহি চাওলা-সহ আরও অনেকেই।