বিনোদন

কিভাবে চলছিল রাজ কুন্দ্রার পর্ন ছবির ব্যবসা?

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী পরিচালক-প্রযোজক রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছেন পর্ন বা নীল ছবির ব্যবসা চালানোর জন্য। এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। রাজ কুন্দ্রার মতো ডাকসাইটে বলিউডের পরিচিত মুখ কিনা পর্ন ছবি তৈরি করতেন, যা কিনা হতবাক করেছে তামাম সিনেমাপ্রেমী মানুষকে। মুম্বই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত রাজ কুন্দ্রা সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে জোর কদমে তদন্ত, আর তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কিভাবে লোকচক্ষুর আড়ালে এই পর্ন ছবি তৈরির ব্যবসা চালাতেন রাজ কুন্দ্রা? তদন্তের সূত্রে জানা যাচ্ছে সেই অজানা তথ্য।

 

জানা যাচ্ছে, মূলত বলিউডে কাজের আশায় আসা অসহায় মহিলা মডেলদের টার্গেট করতো রাজ কুন্দ্রার সংস্থা। ভালো ছবিতে কাজের সুযোগ করে দেওয়া বা ওয়েব সিরিজে ভালো চরিত্রে কাজ দেওয়ার নাম করে নিয়ে আসা হত মডেল অভিনেত্রীদের। তাঁদের অডিশন নেওয়ার জন্য পোশাক খুলতে বাধ্য করা হতো, এবং পরে ব্ল্যাকমেইল করে পর্ন ছবিতে নামানোর অভিযোগ উঠছে। অনেক সময় ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে ঘনিষ্ঠ দৃশ্যের অডিশন নেওয়া হতো। এই সমস্ত কাজের জন্য মুম্বইয়ের মালাড এলাকায় একটি বাংলো ভাড়া নেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে সেখানে আচমকাই হানা দেয় মুম্বই পুলিশ। ওই বাংলোর ভাড়া প্রায় কোটি টাকার কাছাকাছি। সেখানে হানা দিয়ে পুলিশ হাতেনাতে ধরে ফেলেন পর্ন ছবির কয়েকজন কুশীলব ও পরিচালকদের। তাঁদের জেরা করেই উঠে আসে রাজ কুন্দ্রার নাম।

 

কয়েকটি তথ্যপ্রমাণ হাতে আসার পর গত সোমবার রাত ৯টায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে ডেকে পাঠানো হয় বলিউড প্রযোজক রাজ কুন্দ্রাকে। এরপর ঘন্টা দুয়েক জেরার পর সোমবার রাত এগারোটা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। মুম্বই পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশি তদন্ত যত এগোচ্ছে ততই চক্ষু চড়কগাছ হচ্ছে তদন্তকারীদের। মূলত পর্ন ছবি তৈরি করে তা ইন্টারনেটে বিভিন্ন সাইটে ছড়িয়ে দেওয়া হতো।

 

আবার পর্ন ছবি ব্যবসার জন্য ‘হটশট’ (Hotshot) নামে একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ চালু করেছিল রাজের সংস্থা ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’। এছাড়াও সামনে এসেছে রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট। ‘এইচ অ্যাকাউন্ট’ নামে ওই গ্রুপের অ্যাডমিন তিনি নিজেই। সেখানে কথাবার্তায় জানা যাচ্ছে রাজ কুন্দ্রা কিভাবে তাঁর পর্ন ব্যবসা পরিচালনা করতেন। কোন ভিডিয়ো বে‌শি জনপ্রিয় হয়েছে, কোন ভিডিয়ো কম বার দেখা হয়েছে— সেই বিষয়ে আলোচনা করা হত ওই হোয়াটসঅ্যাপ গ্রূপে। এমনকি ব্যবসার লাভ ও টাকাপয়সার হিসেব নিয়েও বিস্তারিত চ্যাট প্রকাশ্যে এসেছে। ফলে মুম্বই পুলিশের দাবি, যথেষ্ট তথ্য প্রমাণ তাঁদের হাতে রয়েছে।

 

অপরদিকে মুম্বই পুলিশের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন মডেল অভিনেত্রী এগিয়ে আসছেন, তাঁরা মুখও খুলছেন পর্ন ছবিতে তাঁদের ভূমিকা নিয়ে। এরকমই মডেল-অভিনেত্রী সাগরিকা সোনা সুমনকে ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দেবেন বলে প্রতিশ্রুতি দেন রাজ কুন্দ্রা। সম্প্রতি তিনি মুখ খুলেছেন। অডিশন নেওয়ার সময়ে পোশাক খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল বলেই দাবি করেন তিনি। অপর অভিনেত্রী শার্লিন চোপড়া প্রকাশ্যেই দাবি করেছেন, পর্ন ছবিতে অভিনয় পিছু রাজ কুন্দ্রা তাঁকে ৩০ থেকে ৩৫ লাখ টাকা দিতেন।