Actor Irfan Khan has died. He breathed his last on Wednesday morning. He was 53 years old at the time of his death.
বিনোদন ব্রেকিং নিউজ

চলে গেলেন পিকু’‌র অভিনেতা

মারা গেলেন অভিনেতা ইরফান খান। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। গত দু’বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাতেই আইসিইউকে ভর্তি করা হয়েছিল অভিনেতা ইরফান খানকে। অবস্থার অবনতি হতে শুরু করে রাত থেকেই। বুধবার সকালে মারা যান তিনি।
লকডাউনের মধ্যে মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। তাঁকে মুম্বইয়ের ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চলছিল তাঁর চিকিৎসা। তবে চিকিৎসার মাঝেই পিকু অভিনেতার মৃত্যু হল। ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে সিনেমাও করেন ইরফান। তাঁর সাম্প্রতিকতম ছবি ইংলিশ মিডিয়াম–২ মুক্তি পেয়েছে।
অভিনেতার প্রয়ানে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ইরফানের দুই পুত্রও রয়েছে বাবলি এবং আয়ান। গত শনিবারই মারা গিয়েছেন ইরফানের মা। তাঁর শেষকৃত্যে জয়পুরে যেতে পারেননি ইরফান। উল্লেখ্য, ১৯৮৮ সালে মীরা নায়ারের সেলাম বম্বে দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন ইরফান খান। বলিউডে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। হলিউডেও একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ইরফান খানকে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। প্রয়াত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।