আনলক–১ আবহ তৈরি হতেই গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচলে। মৃতের নাম সোনুয়া শেখ। বয়স ৫০ বছর। কে বা কারা প্রৌঢ়কে খুন করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। মনে করা হচ্ছে, লকডাউনের বাজারে পরিস্থিতি খারাপ হয়ে পড়েছিল দুষ্কৃতিদের। তাই আনলক হতেই খুন করে লুঠ শুরু হয়েছে।
জানা গিয়েছে, চাঁচল–২ ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কালিগঞ্জের বাসিন্দা ছিলেন সোনুয়া শেখ। তাঁকে খুন করা হয়। সোমবার রাতে রোজকার মতোই খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। আর মঙ্গলবার ভোররাতে বাড়ির লোকজন তাঁর গলা কাটা দেহ উদ্ধার করেন। ঘরের মধ্যেই গলা কাটা অবস্থায় পড়েছিল দেহটি। কেন এই খুন তা এখনও বোঝা যাচ্ছে না।
পুলিশ সূত্রে খবর, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিস। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।