৪৮ ঘন্টা পর পাশের বাড়ির ছাদে থেকে বাচ্চার বস্তা বন্দী দেহ উদ্ধার করলো পুলিশ। দীর্ঘক্ষণ থানায় জেরা করার পর এই দেহ উদ্ধার হয়। এরপর পাড়ার লোক উত্তেজিত হয়ে গোটা বাড়ি ভাঙচুর করে এবং বাড়ির সামনে টোটো এবং একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে এলাকা উত্তপ্ত। অভিযুক্তের নাম বাবু শেখ বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামে এক শিশু নিখোজ ছিল।
রবিবার সকালে মায়ের কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বিস্কুট কিনতে বাড়ির সামনের দোকানে যায় বছর শিবম । তারপর থেকে আর সে বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও কোনও লাভ হয়নি। শিশু নিখোঁজের ঘটনায় শোরগোল পড়ে যায় শান্তিনিকেতন এলাকায়। শিবমকে খুঁজে দেওয়ার দাবিতে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। শিশুকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে মঙ্গলবার শিশুর পাশের বাড়ির টিনের ছাদে বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই তা থেকে উদ্ধার হয় শিবমের দেহ। খবর যায় পুলিশে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে দেহ।
ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারন করেছে এলাকা। যে বাড়ির ছাদে দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে গ্রামে ঢোকার চেষ্টা করলে, বাধার মুখে পড়তে হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তীব্র উত্তেজনা এলাকায়।