বিনোদন

বব ডিলান তার সব গান বিক্রি করে দিলেন

কবি, গীতিকার এবং সংগীত শিল্পী বব ডিলান তার গানের সমগ্র ক্যাটালগের স্বত্ব ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছেন। এর ফলে ভবিষ্যতে ডিলানের গান থেকে যা আয় হবে, তা পাবে ইউনিভার্সাল মিউজিক। সোমবার ‘ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ’ এই চুক্তির কথা প্রকাশ করেছে। গানের স্বত্ব কত অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে তা জানানো হয়নি। তবে ধারনা করা হচ্ছে কয়েকশ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করা হয়েছে গানগুলো। ছয় দশকের ক্যারিয়ারে যে ৬০০টির বেশি গান তৈরি করেছেন বব ডিলান সমস্তই ইউনিভার্সাল মিউজিক কিনে নিল। ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘লাইক আ রোলিং স্টোন’-এর মতো কালজয়ী গানও বিক্রি হয়ে গেল। ‘বিটলস’-এর পরে নোবেলজয়ী বব ডিলানের গানই এখন সব থেকে বেশি মূল্যবান।