জেলা

বেলডাঙায় নৌকাডুবি, মৃত ৫ যুবক

বিজয়া দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা ঘটল মুর্শিদাবাদের বেলডাঙায়। প্রতিমা বিসর্জনের সময়ে নৌকাডুবিতে মৃত্যু হল ৫ যুবকের। গভীর রাত পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। পঞ্চমজনের খোঁজে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি। বিলের চার ধারে সার্চলাইট জ্বেলে, ডুবুরি নামানো হয়েছে। তবে ভোররাতে পঞ্চমজনের খোঁজ মেলে।
স্থানীয় সূত্রে খবর, বেলডাঙা পুর এলাকার হাজরা পরিবারের ওই প্রতিমাটি ডুমনিদহ বিলে ভাসান দিতে নিয়ে যাওয়া হয়েছিল। দু’টি নৌকার মাঝে বাঁশের কাঠামো বেঁধে প্রতিমা বিলের মাঝামাঝি নিয়ে গিয়ে ভাসান দেওয়াই রীতি। সেভাবেই ভাসান দেওয়ার চেষ্টা করছিলেন ওই পরিবারের লোকজনেরা। প্রতিমা বিসর্জনের সময় নৌকো উলটে এই বিপত্তি ঘটে। মৃতদের নাম সুখেন্দু দে (২১), রোহন পাল (২৩), অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২০) এবং সোমনাথ বন্দ্যোপাধ্যায় (২২)। নিপ্পন হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৫) নামে আরও একজনকে ভোররাতে খোঁজ মেলে।
এক্ষেত্রে বিসর্জন সংক্রান্ত হাইকোর্টের কোনও বিধি মানা হয়নি। জানা গিয়েছে, দুটি নৌকায় অন্তত জনা পঞ্চাশ ভাসান যাত্রী ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ নিরঞ্জনের সময়ে প্রতিমাটি হুড়মুড়িয়ে একটি নৌকার ওপরে পড়ে যায়। প্রতিমা নিরঞ্জনের সময় সেটি হুড়মুড়িয়ে আর একটি নৌকার উপর পড়ে যায়। প্রতিমার তলায় চাপা পড়ে তলিয়ে যান অন্তত পাঁচ ভাসান যাত্রী। বাকিরা সাঁতরে পারে উঠে এলেও রোহন–সুখেন্দুরা উঠতে পারেননি। পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, ঘটনাটি সন্ধ্যায় ঘটায় উদ্ধারকাজে সমস্যা হয়েছে। ওই নৌকায় বিধি না মেনে এতজনের ওঠা উচিত হয়নি।