আলোচনায় যখন কাজ হচ্ছে না তখন রুদ্রমূর্তি ধারণ করল ভারতীয় সেনাবাহিনী। লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর ৬টি পর্বতশৃঙ্গ দখল করল সেনাবাহিনীর জওয়ানরা। আর তাতে বেশ ব্যাকফুটে চলে গেল চিনের লালফৌজ।সাফল্যের সঙ্গে এই চূড়াগুলি দখল করায় এখন ভারত ভাল অবস্থানে রয়েছে।
জানা গিয়েছে, লাদাখের পূর্বাঞ্চলে এই ৬টি পর্বত–চূড়া ভারতের দখলে আসায় চিনের সেনাদের ওপর নজর রাখতে পারবে ভারতীয় জওয়ানরা। ইতিমধ্যেই সেখানে শক্তিশালী রাফাল জেট পৌঁছে গিয়েছে। আকাশসীমা থেকে তারা গোটা নিয়ন্ত্রণরেখা পর্যবেক্ষণ করছে। যে পাঁচটি রাফাল জেট আম্বালা এয়ারবেসে রাখা হয়েছিল সেই পাঁচটিই এখন লাদাখের আকাশসীমায় চক্কর কাটছে। তাতে স্নায়ুর চাপ বেড়েছে বেজিংয়ের।
পিপলস লিবারেশন আর্মির আগ্রাসন নীতির জন্য বায়ুসেনার পক্ষ থেকে লাদাখে উচ্চ–সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে আজ সোমবার চিনের কমান্ডার স্তর থেকে ভারতের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছে। সীমান্তে এই টেনশন থামাতে এদিনের বৈঠক বলে সূত্রের খবর। তবে এই বৈঠকে ভারতের পক্ষ থেকে কূটনীতিক নবীন শ্রীবাস্তব উপস্থিত থাবেনবলে খবর। তিনি অবশ্য মঙ্গলবার বৈঠক করার প্রস্তাব দিয়েছেন। কারণ এর আগে দফায় দফায় পাঁচবার বৈঠক হলেও চিন কোনও কথা রাখেনি। তাই এবার হাইভোল্টেজ বৈঠকে এসপার–ওসপার করতে চায় ভারত।
