রাজ্য লিড নিউজ

ভোটের দিনেও রক্তাক্ত তমলুক, তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপে খুন!

ষষ্ঠ দফার ভোটে রক্তাক্ত তমলুক৷ ভোট শুরুর আগে মৃত্যু হল তৃণমূল কর্মীর৷ মহিষাদলে ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ৷ এই অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।

অন্যদিকে, তমলুক লোকসভা কেন্দ্রেরই ময়না এলাকায় আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম শাসক দলের ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে এইসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন।

প্রসঙ্গত, দু’দিন আগেই এই জেলারই সোনাচূড়ায় বিজেপি নেতা সঞ্জয় আড়ি এবং তাঁর মা রথিবালা আড়িকে কোপানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিবালা আড়ির৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন ওই বিজেপি নেতা৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে এবার ফের কুপিয়ে খুনের অভিযোগ পূর্ব মেদিনীপুরে৷ এবার অভিযোগের তির বিজেপির দিকে৷