আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত রোম

এবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত ইটালির রাজধানী রোম। একটি আবাসনে ঢুকে এলোপাথাড়ি গুলি হামলাকারীর। ঘটনায় প্রাণ হারান ইটালির প্রধানমন্ত্রীর বান্ধবী-সহ ৩ জন। বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি আবাসনে বৈঠক চলাকালীনই সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালান হামলাকারীরা। আর তাতেই প্রাণ হারান ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির বান্ধবী -সহ ৩ জন। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার হয় একটি গ্লক পিস্তলও। ধৃত হামলাকারীর নাম ক্লাউডিও ক্যাম্পি। কিন্তু কেন এই হামলা, তা অবশ্য স্পষ্ট হয়নি। এই ঘটনার নেপথ্যে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি, রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টিও খতিয়ে দেখছেন তাঁরা।

ইতিমধ্যেই শোকজ্ঞাপন করে টুইটারে একটি পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। পাশাপাশি বান্ধবীর একটি ছবিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন তিনি।