খাস কলকাতার ফের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শ্যামবাজারের এভি স্কুলের সামনের পুলিশ কিয়স্কের পাশে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। ওই ব্যক্তির মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী মুখও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।মাথার পিছনে জমাট বাঁধা রক্ত। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ওই এলাকায় তিনি রাঁধুনির কাজ করতেন বলেই জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর পুলিশ।
অন্যদিকে, পুলিশ কিয়স্কের সামনেই এভাবে দেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এলাকারই এক পাম্প কর্মী প্রথমে দেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি কিয়স্কে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে বিষয়টি ডেকে দেখান। দেহ উদ্ধারের খবর তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
তড়িঘড়ি দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।