ব্রেকিং নিউজ রাজ্য

পুরভোটের দিন রক্তাক্ত আসানসোল

সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। পুরভোটের দিন সকাল থেকে অশান্তির খবর মিলছে আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও বিজেপির প্রার্থীর নির্বাচনী এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চলছে ক্রমাগত গো ব্যাক স্লোগান। কোথাও আবার বহিরাগতদের জমায়েত, আবার কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।

পুরভোটের দিন রক্তাক্ত হল আসানসোল। মাথা ফাটল এক বিজেপি প্রার্থীর। জামুড়িয়া এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। শনিবার বেলা গড়াতেই পুর নির্বাচনের বিক্ষিপ্ত অশান্তির খবর মিলল কোলিয়ারি এলাকায়।

আসানসোল পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি প্রার্থী আদর্শ শর্মা। আটকাতে গেলে তৃণমূলের প্রায় ২০০ জন দুষ্কৃতী বেধড়ক মারধর করে দলীয় প্রার্থীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করে বিজেপি। পাশাপাশি, বিজেপি প্রার্থীর স্কুটির চাবি ও তাঁর পকেট থেকে টাকাও কেড়ে নেয় দুষ্কৃতীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যাম সোরেণ। তাঁর দাবি, “সমস্ত অভিযোগ মিথ্যা।” গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

আসানসোলে ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর হাইস্কুলের বুথে চলল গুলি। ১২ নং ওয়ার্ডের দুটি বুথ দখল করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা সকলেই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ জানান সিপিএম প্রার্থী।

আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে ঘিরে গো-ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। তাঁর সঙ্গে আসেন জিতেন্দ্র তিওয়ারিও। এই ঘটনাকে ঘিরে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপি প্রার্থীর গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে।