সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত আফগানিস্তান। শুক্রবার রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় জেহাদিরা। বিস্ফোরণে নিহত হয় কমপক্ষে ৫০ জন নিরীহ মানুষ। আহত প্রায় ৭৮ জন। শুক্রবার স্থানীয় সময় রাত দু’টো নাগাদ পশ্চিম কাবুলের খলিফা সাহেব মসজিদে এই হামলা ঘটে। এই হামলার পেছনে খোরসান ইসলামিক স্টেট নামক জঙ্গিগোষ্ঠী জড়িত রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই হামলার নিন্দায় সরব হয়েছে আমেরিকা ও রাষ্ট্রসংঘ।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বিসমিল্লা হাবিব জানান, কাবুলের পশ্চিমাংশে অবস্থিত সুন্নিদের এই মসজিদে রমজানের পর ‘জিকর’ নামের একরী ধর্মীয় সভার জন্য জড়ো হয় বহু মানুষ। এই সময়েই আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। যদিও এখনো মসজিদে বিস্ফোরণের ঘটনায় কোনো গোষ্ঠী তাদের দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের নিরাপত্তা সংস্থার মতে, ইসলামিক স্টেট খোরাসানের মদতেই এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।
গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলা হয়। এসব হামলায় প্রায় ১০০ নিরীহ আফগানবাসী নিহত হয়েছেন। আহত শতাধিক। অধিকাংশ ক্ষেত্রেই শিয়া মুসলিমদের মসজিদগুলিকে নিশানা করেছে আল কায়দা ও আইএসয়ের মতো জঙ্গি সংগঠনগুলি। তবে জেহাদিদের হাত থেকে দেশটির সংখ্যাগুরু সুন্নি সম্প্রদায়ের লোকজনও যে সুরক্ষিত নন, তার সর্বশেষ উদাহারণ কাবুলের খলিফা সাহেব মসজিদ।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে আফগানিস্তান চলে যায় তালিবানদের দখলে। তারপর থেকেই দেশটির বিভিন্ন মসজিদে চলেছে একের পর এক বোমা হামলা।
You must be logged in to post a comment.