বাঁকুড়া জেলা জুড়ে একদিকে করোনা ভাইরাসের থাবা অপরদিকে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে ক্রমশ প্রবল হচ্ছে রক্ত সংকটের ছবি।এই পরিস্থিতিতে রক্তের চাহিদা ও যোগানের সামঞ্জস্য বজায় রাখার জন্য বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, মেজিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির । শুক্রবার সকাল দশটা নাগাদ মেজিয়ার মা তারা ম্যারেজ হলে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী এবং জেলার যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাজকুমার সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন মেজিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রুদ্র গোপাল চ্যাটার্জী, অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মলয় মুখার্জি, মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জন্মেঞ্জয় বাউরী, গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার, নিমাই মাঝি, ধবল কান্তি সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন । রক্তদানের পর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছও তুলে দেন উদ্যোক্তারা ।
বিশেষ প্রতিবেদকঃ মলয় সিংহ, বাঁকুড়া।