বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবী থানার ভেতর জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বিস্ফোরণে চারজন পুলিশ কর্মী–সহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সকাল সাতটা নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহতদের মধ্যে রয়েছেন পল্লবী থানার ইনস্পেকটর ইমরান (৪৮), এসআই সজীব (৩০), পিএসআই অঙ্কুশ (২৮) এবং পিএসআই রুমি (২৮)। রিয়াজ (২৮) নামের এক পুলিশের সোর্সও আহত হয়েছেন। তাঁর বাম হাতের কবজি ও ডান হাতের একটি আঙুল কাটা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কী থেকে বিস্ফোরণ তা পুলিশের তরফে জানানো হয়নি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় জানান, এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ নেই। তবে তাঁকে ভুল প্রমাণ করে দিল অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিস্ফোরণে থানার ডিউটি অফিসারের ঘরের জানালা ও বিভিন্ন আসবাবপত্র তছনছ হয়েছে। বিস্ফোরণের পরপরই থানায় দায়িত্বরত পুলিশ–সদস্য ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব এবং জঙ্গি কর্মকাণ্ডের তদন্তকাজে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।
সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ টুইট করে জানান, পল্লবী থানার বিস্ফোরণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইসিস। সম্প্রতি বাংলাদেশের পুলিশ হেড কোয়ার্টার থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল, পুলিশকে টার্গেট করছে জঙ্গি সংগঠনগুলি। যে কোনও সময় থানা বা পুলিশি জমায়েতে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশে নাশকতার ছক কষছে ইসলামিক স্টেট ও (আইএস) ও জেএমবি’র সদস্যরা। সেই আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হল।
এদিকে রাজধানীর মীরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি জানান, মঙ্গলবার রাতের দিকে গোপন খবরের ভিত্তিতে মীরপুরের কালশি কবরস্থান এলাকা থেকে তিন জঙ্গিকে আটক করা হয়। যাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি এবং ওয়েটমেশিনের মতো একটি বস্তু উদ্ধার করা হয়। এই বস্তুটি পরীক্ষার জন্য সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপকে ডাকা হয়। তারই মধ্যে থানার পুলিশ সেটি পরীক্ষার জন্য নিয়ে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসের পর রাজধানী ঢাকায় আইএসের এটাই প্রথম হামলা বলে জানিয়েছে ওই মার্কিন সাইট। ঈদুল আজহারের আগে নতুন লড়াইয়ের ইঙ্গিত হিসেবে বাংলাদেশের রাজধানীতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইএস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার বলেছিলেন, জঙ্গি হামলার আশঙ্কায় আইনশৃঙ্খলাবাহিনীকে সতর্ক রাখা হয়েছে। তাঁর এমন বক্তব্যের পরদিন ভোরেই থানায় ঘটল এই বিস্ফোরণকাণ্ড।
