রোখা যাচ্ছে না কালো টাকা পাচার। সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলিতে বাংলাদেশের একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা জমা রয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর তাতেই ঘুম উড়েছে পদ্মাপারের সরকারের। বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে চলেছে শেখ হাসিনা সরকার।
সুইস ন্যাশনাল ব্যাংকের পরিসংখ্যাণ অনুযায়ী, বাংলাদেশি নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫৭ কোটি ৩ লক্ষ সুইস ফ্রাঁ বা বাংলাদেশি মুদ্রার হিসেবে ৫ হাজার ৪০০ কোটি টাকা জমা রয়েছে। অভিযোগ, সুইস ব্যাঙ্কে অর্থ নিরাপদ থাকবে আস্থা রেখে বাংলাদেশি নাগরিকদের একাংশ অর্থ পাচার করে থাকে। কিন্তু টাকা পাচারের সুনির্দিষ্ট কোনও প্রমাণ পাওয়া যায় না।
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাঙ্কে বাংলাদেশিদের মধ্যে কার কতো টাকা জমা রয়েছে সেই তথ্যও কোনও সংস্থাকে দেওয়া হয় না। গ্রাহকের তথ্যের গোপনীয়তা বজায় রাখার কারণে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এই ব্যাঙ্কের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জমা রাখা টাকার সুনির্দিষ্টভাবে বা ব্যক্তিবিশেষের কোনও তথ্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, দেখা গিয়েছে, বাংলাদেশ থেকে নানা উপায়ে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ যেমন সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাঙ্কে জমা হয়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও দেশটিতে অর্থ জমা রাখেন। সুতরাং এখানে বৈধ–অবৈধ সব অর্থই রয়েছে। তবে গ্রাহকদের গোপনীয়তা রক্ষার বিষয়ে বিশ্বজুড়ে সুইস ব্যাঙ্ক ব্যবস্থার সুনাম আছে। দেশটি রীতিমতো আইন করেছে। সুতরাং এখানে গোপন অর্থ রাখার সংখ্যাই বেশি।