করোনা পিছু ছাড়ছে না সাধারণ মানুষকে। কখনও ডেল্টা ভ্যারিয়েন্ট আবার কখন ব্ল্যাক ফাঙ্গাস! ভারতে এই ব্ল্যাক ফাংগাস আক্রান্ত হয়ে কিছু লোকের মৃত্যু হয়েছে। এই ব্ল্যাক ফাংগাস একটা মহাআতঙ্ক। বাংলাদেশের সীমান্তবর্তী একের পর জেলাকে লকডাউনের আওতায় নেওয়া হচ্ছে। ঠিক তখনই ঢাকায় মাথাচাড়া দিল ব্ল্যাক ফাংগাস।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৪৫ বছরের একজনের ‘ব্ল্যাক ফাংগাস’ সংক্রমণ শনাক্ত হয়েছে।
করোনা থেকে সেরে ওঠার পর ব্ল্যাক ফাংগাসের উপসর্গ নিয়ে সপ্তাহখানেক আগে ভর্তি হন তিনি। মেডিসিন ও সংক্রামক রোগবিষয়ক প্রধান ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খুলনার এই ব্যক্তি মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরে ওঠার পরে মাথাব্যথা, ডান চোখে সমস্যা, সাইনোসাইটিস এবং মুখের এক পাশে ফুলে যাওয়া এবং নাক দিয়ে ঠিকমতো নিঃশ্বাস নিতে কষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয়। এগুলো নিয়ে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন।’
চিকিৎসকরা জানান, সন্দেহ যেহেতু বেশি ছিল, তাই রিপোর্ট আসার আগেই রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু হয়। তাকে চার থেকে ছয় সপ্তাহ চিকিৎসা নিতে হবে। উনি যে অবস্থায় এসেছিলেন, তার চেয়ে এখন ভালো আছেন। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পরিস্থিতির মধ্যে গত মাসে নতুন করে আলোচনায় আসে ব্ল্যাক ফাংগাস।