তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে এমআই- ১৭ কপ্টার ভেঙে পড়ে। বুধবার এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। আজ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের ‘ব্ল্যাক বক্স’ বা ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’।
‘ব্ল্যাক বক্স’ বা ফ্লাইট ডেটা রেকর্ডার’ এর কাজ হল উড়ানের তথ্য ও ককপিটের কথাবার্তা রেকর্ড করা। এই ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ পরীক্ষা করে জানা যাবে দুর্ঘটনার আগে রাওয়াতের কপ্টারটিতে ঠিক কী ঘটেছিল।
উল্লেখ্য, ভিআইপি কপ্টারটি কীভাবে ভাঙল সেই বিষয়ে যৌথভাবে তদন্তে নামতে চলেছে সেনার তিন বাহিনী। এদিকে ভাইরাল হয়েছে স্থানীয়দের তোলা দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিও। সেই ভিডিও তে দেখা যাচ্ছে, কপ্টারটি ধীরে ধীরে ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। দুর্ঘটনায় মারা গিয়েছেন কপ্টারটিতে সওয়ার ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জন যাত্রী। দুর্ঘটনায় একমাত্র জীবিত রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। সূত্রের খবর, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাকে বাঁচানোর সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
আজ বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন বরুণের অবস্থা ‘সঙ্কটজনক হলেও স্থিতিশীল’। ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে সেখান থেকে তাঁকে বেঙ্গালুরুতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভিআইপি কপ্টারটি কীভাবে ভাঙল তা জানতে যৌথভাবে তদন্ত করবে সেনার তিন বাহিনী।