দেশ ব্রেকিং নিউজ

দিল্লিতে অর্জুনকে তলব বিজেপি শীর্ষ নেতৃত্বের

কেন্দ্র সরকারের পাট নীতির বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ তার পরই নড়েচড়ে বসল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ আজই দিল্লিতে অর্জুন সিংকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ ব্যারাকপুরের সাংসদকে ফোন করেছিলেন খোদ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল৷ বিজেপি শীর্ষ নেতৃত্বও অর্জুনের অবস্থান জানতে চাইতে পারে বলে খবর৷ আজ বিকেলের বিমানেই দিল্লি যাচ্ছেন অর্জুন৷

সম্প্রতি, কেন্দ্র সরকারের পাট নীতি নিয়ে সরব হন অর্জুন সিং৷ এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে নামতেও তৈরি বলে দাবি করেন৷ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইস্যুতে চিঠি দেন অর্জুন৷ একই সঙ্গে ওড়িশা, অসম এবং বিহারের মুখ্যমন্ত্রীকেও চিঠি দেন তিনি৷ কারণ এই সমস্ত রাজ্যেই পাট চাষ এবং পাট শিল্পের সঙ্গে জড়িত।

অর্জুনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে৷ ফলে আর্থিক লোকসান হচ্ছে পাট চাষিদের৷ এ রকম চললে জুট মিলগুলিও কাঁচা পাট পাবে না। তাঁর এলাকায় যেহেতু প্রচুর জুট মিল রয়েছে, তাই বিষয়টি নিয়ে আরও সরব হন বিজেপি সাংসদ৷

সূ্ত্রের খবর, এ দিন সকালেই অর্জুন সিং-কে ফোন করেন পীযূষ গোয়েল। নিজেই অর্জুনের সঙ্গে দেখা করতে চান তিনি৷ আজ রাত দশটায় দিল্লিতে অর্জুনের দেখা করবেন বস্ত্রমন্ত্রী৷

রাজ্য বিজেপির অন্দরের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। সম্প্রতি কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক বিজেপি নেতার মুখ খোলার পর দল বদলের সম্ভাবনা ক্রমশ জোরালো হয়ে উঠেছে। এখন বিজেপি নেতা অর্জুন সিংয়ের দলীয় পরিস্থিতি কি সেইদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।