বেলাগাম পেট্রল-ডিজেলের দাম বাড়ায় মাথায় হাত পড়ে গিয়েছিল মধ্যবিত্তদের। তবে দিওয়ালিতে পাওয়া উপহারে কিছুটা সমস্যা মিটবে তাদের। জ্বালানিতে শুল্ক হ্রাস করেছে কেন্দ্র। সেই পথে হেঁটে বিজেপি শাসিত রাজ্যগুলিও। তাদের প্রাপ্ত ট্যাক্সও কমিয়েছে। তবে ভ্যাট কমায়নি পশ্চিমবঙ্গ সরকার সহ বিজেপি বিরোধী রাজ্যগুলি।
পশ্চিমবঙ্গ সরকার সহ বিজেপি বিরোধী রাজ্যগুলি ভ্যাট না কমানোই বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির। রাজ্য বিজেপি অফিস থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। সোমবার কলকাতার রাস্তায় অশান্তির আশঙ্কা রয়েছে। মিছিলের নেতৃত্বে থাকছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও এদিন হাজির থাকার কথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতা। ৯ থেকে ১২ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। তবে এই বিক্ষোভ কর্মসূচি আটকাতে পাল্টা প্রস্তুতি নিচ্ছে পুলিশও।