- পঞ্চায়েত নির্বাচনে ফলাফলে এবারও বড় কোনও রদবদলের ইঙ্গিত মেলেনি রাজ্যে। বিরোধীদের কিছু আসন বাড়লেও হিংসার আবহে সম্পন্ন হওয়া পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার। সবুজ ঝড়ের মধ্যেও ঝরে গেছে অনেক গুলো প্রাণ। পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই শুরু হয়েছে রাজ্য জুড়ে হিংসা, সন্ত্রাস ও হানাহানি। বুধবারও স্তব্ধ হয়নি মৃত্যুর মিছিল। মঙ্গলবার রাত থেকে আরও ৫টি মৃত্যুর খবর সামনে এসেছে। ভাঙড়ে দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রায়দিঘিতে মারা গিয়েছেন তৃণমূলের এক কর্মী। চাঁচলে তৃণমূল কর্মীর মৃত্যু। এই পরিস্থিতিতে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্য ঘুরে পরিস্থিতি নিয়ে কেন্দ্রে রিপোর্ট জমা দেবে।
কেন্দ্রের কাছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেলাগাম হিংসা ও অনিয়মের নালিশ জানিয়েছে রাজ্য বিজেপি। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বুধবার সকালে বাংলায় এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন সকালে কলকাতা বিমান বন্দরে নামেন রবিশংকর প্রসাদ-সহ ৪ প্রতিনিধির দল সঙ্গে রয়েছেন সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা। বিমানবন্দর থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ রবিশংকর প্রসাদ। তিনি বলেন, “ভোটকে কেন্দ্র করে বাংলায় যা হয়েছে তা মেনে নেওয়া যায় না। অন্যায় হয়েছে। আমরা অভিযোগ পেয়ে এসেছি রাজ্যে। আজ ও আগামিকাল বাংলার অশান্ত এলাকায় ঘুরব। উত্তরবঙ্গেও যাব।”
তিনি এদিন সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের চেয়েও বেশি স্বৈরতান্ত্রিক এমনটাই মন্তব্য করে রবিশংকর প্রসাদ বলেছেন, শুভেন্দু অধিকারীর ৩৫৫ ধারার দাবি ন্যায্য। তবে তিনি বলেন, সরকার রাজ্যপালের থেকে রিপোর্ট পাবে। সেই অনুযায়ী ভেবে নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। তবে কি ৩৫৫ এর দিকেই এগোচ্ছে কেন্দ্র ? এখন সেটাই দেখার।