ব্রেকিং নিউজ রাজ্য

বিজেপির যুব মোর্চার সভাপতি পদে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ

আচমকাই প্রথা ভেঙে বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নিজের ফেসবুক পেজেই ইস্তফার কথা জানিয়েছেন। যা বিজেপির প্রথা বিরুদ্ধ। সূত্রের খবর, সৌমিত্র খাঁ এই বিষয়ে দলীয়স্তরে কিছুই জানাননি, শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু কেন তিনি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি পদ ছাড়তে চাইছেন সেটা খোলসা করেননি বিষ্ণুপুরের বিজেপি সংসদ। তবে তিনি এও জানিয়েছেন, তিনি বিজেপি ছাড়ছেন না। তিনি লিখেছেন, বিজেপি-তে ছিলাম, ‘বিজেপি-তে আছি, আর আগামী দিনে বিজেপি-তেই থাকব’।

বুধবার সকালেই সৌমিত্র খাঁ তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম’। এরপরই রাজ্য রাজনীতি তোলপাড় হতে শুরু করে। তবে কি তিনি পুরোনো দলেই ফিরতে চাইছেন? মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর অনেকেই জোরাফুলে ফিরতে চাইছেন। রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁ মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহধন্য বলে পরিচিত। আবার অনেকে এও মনে করছেন, মন্ত্রিসভায় জায়গা না পেয়েই এই সিদ্ধান্ত নিতে পারেন সৌমিত্র। যদিও পুরো বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি সাংসদ। দলের তরফেও কেউ এই বিষয়ে মন্তব্য করেননি। তবে বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে বিস্তর জলঘোলা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।