ব্রেকিং নিউজ রাজ্য

দূষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপির জেলা যুব মোর্চার নেতা

রবিবার রাতে নিজের বাড়ির সামনে দূষ্কৃতীদের গুলিতে বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি মিঠুন ঘোষের (৩২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার রাজগ্রাম এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগ তৃনমুল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।  বিজেপির যুব মোর্চার সহ সভাপতির মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশসূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১০ টা নাগাদ কয়েকজন যুবক বাইকে মিঠুনের বাড়ির সামনে এসে তার নাম ধরে ডাকে। বাড়ি থেকে বের হতেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে গুলি চালায় ওই দূষ্কৃতীরা। মিঠুনের পেটে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে দূষ্কৃতীরা বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ জানিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য প্রদীপ সরকার বলেন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরাই যুব নেতাকে খুন করেছে। ইটাহারের বিধায়ক ঘটনার দায় এড়ানোর পাশাপাশি বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন বলে দাবি করেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সন্তোষ মহন্ত নামে একজন দুস্কৃতীকে আজ সকালে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ।