রাজ্য

প্রার্থী তালিকা নিয়ে বিড়ম্বনায় বিজেপি

এবার কি মুখোমুখি সেই দুই শোভন! রাজ্য–রাজনীতিতে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একজনের নাম শোভন চট্টোপাধ্যায়। আর একজনের নাম শোভনদেব চট্টোপাধ্যায়। এবার তাঁরা মুখোমুখি ভোটযুদ্ধে বলে সূত্রের খবর। তবে শোভনদেব চট্টোপাধ্যায়ের খবরটি নিশ্চিত। বাকিটা নিশ্চিত হলেই শোভন বনাম শোভনদেব হয়ে যাবে।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রার্থী করতে চাইছেন বলে সূত্রের খবর। যদি তা হয়, সেক্ষেত্রে বেহালা–পূর্বে স্বামী–স্ত্রীর লড়াই হবে না। যা অনেকের কাছেই বহু প্রতীক্ষিত! শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই তাঁর স্বামীর কেন্দ্র, বেহালা–পূর্বে প্রার্থী করেছে তৃণমূল। বেহালা–পূর্বে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রার্থী করতে চান দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদারকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিলমোহর দিলে ভবানীপুরে তৃণমূল প্রার্থী, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই হতে চলেছে প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের।
বিজেপি সূত্রে খবর, শোভন নিজের ইচ্ছে, বেহালা–পূর্বেই রত্নার বিরুদ্ধে লড়াই করার। বিজেপির শীর্ষ নেতৃত্বের কানে সেই খবর পৌঁছেও গিয়েছে। ফলে, রাজ্য বিজেপি শোভনকে ভবানীপুরে প্রার্থী করতে চাইলেও কেন্দ্রীয় নেতৃত্ব তাতে রাজি নাও হতে পারেন। বিজেপির একাংশ চাইছেন, শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বেহালা–পশ্চিম কেন্দ্রে টিকিট দেওয়া হোক। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কলেজশিক্ষিকা বৈশাখী প্রার্থী হলে লড়াই জোরদার হবে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জোড়াসাঁকো কেন্দ্রে লড়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। কিন্তু ওই কেন্দ্রের অন্তর্গত, পোস্তার বিবেকানন্দ উড়ালপুল ভোটের মুখে ভেঙে পড়া সত্ত্বেও সেই ঘটনাকে কাজে লাগিয়ে রাহুল জিততে পারেননি। এবার ওই কেন্দ্রে রাহুলের বদলে গেরুয়া শিবিরের পছন্দের তালিকায় এক নম্বরে মীনাদেবী পুরোহিত। রীতেশ তিওয়ারির নাম কাশীপুর–বেলগাছিয়া কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে দিল্লিতে পাঠানো হচ্ছে।
কলকাতার কোন আসনে কাদের টিকিট দেওয়া হবে, তা ঠিক করতে হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ে সম্প্রতি বৈঠক করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বঙ্গ বিজেপির এক শীর্ষনেতার কথায়, অমিত শাহের তিনটি টিম বাংলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমীক্ষা চালিয়েছে। রাজ্য বিজেপির পাঠানো সম্ভাব্য প্রার্থী তালিকার সঙ্গে সমীক্ষায় উঠে আসা নাম মিলিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি সূত্রের খবর, টালিগঞ্জ থেকে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে টলিউডের অভিনেত্রী অঞ্জনা বসুকে টিকিট দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। রাসবিহারী কেন্দ্রে বিজেপির যুবমোর্চার প্রাক্তন সভাপতি তুষারকান্তি ঘোষের নাম দিল্লিতে পাঠানো হয়েছে, বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজী সিংহ রায়কে মানিকতলায় প্রার্থী করার জন্য রাজ্য বিজেপি থেকে দিল্লিতে দরবার করা হয়েছে।