জেলা

বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ

২০২১ সালের নির্বাচনে হটস্পট নন্দীগ্রাম। রোজই রাজনৈতিক তরজা চলছে নন্দীগ্রামকে ঘিরে। আগামী ১ এপ্রিল সেখানে ভোট। আজ প্রচারের শেষ দিন। আর এমন টানটান পরিস্থিতির মাঝেই ধর্ষণের অভিযোগ নন্দীগ্রামে। বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম। অভিযোগ, সোমবার শুভেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই এই ঘটনা ঘটানো হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।
ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের তেঁতুলবাড়ি এলাকায়। এক বিজেপি কর্মীর স্ত্রীকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ক্যানেল পাড়ে হাত–পা–মুখ বেঁধে ফেলে যায় দুষ্কৃতীরা। ওই মহিলাকে বিবস্ত্র অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন্দীগ্রাম–২ ব্লকের ওই বিজেপি কর্মীর অভিযোগ, সোমবার দলীয় প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার আগে একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন বারবার স্ত্রীকে ফোন করলেও উত্তর পাননি। এরপরই ছুটে বাড়ি যান। দরজা ঠেলে ঘরে ঢুকেই দেখেন ঘর ফাঁকা। স্ত্রীর নাম ধরে ডাকলেও মেলেনি সাড়া।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানাতে গেলে হয়রান হতে হয় তাঁদের। এরপর অভিযোগ নেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেই খবর। ওই বিজেপি কর্মী বলেন, ‘‌মনে হচ্ছে জোর জবরদস্তি, ধস্তাধস্তি করা হয়েছে। মারার চেষ্টা করা হয়েছে ওকে। আমার অপরাধ যে আমি বিজেপি করি। আমার মা, বউদিকেও ভয়ে ভয়ে থাকতে হচ্ছে।’‌
উল্লেখ্য, আজ মঙ্গলবার নন্দীগ্রামে প্রচারে এসে এই ঘটনার প্রসঙ্গে তুলেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তোপ দেগেছেন। প্রশ্ন তুলেছেন বাংলায় নারী সুরক্ষা নিয়েও। বিজেপির দাবি, পায়ের তলায় মাটি সরে গিয়েছে তৃণমূলের। তাই তারা এই ধরনের নোংরামো করছে। পাল্টা তৃণমূলের দাবি, নন্দীগ্রাম–২ ব্লকে বিজেপি আদি–নব্যর কোন্দলে জর্জরিত।তৃণমূলকে মিথ্যা ফাঁসিয়ে ঘরের দোষ চাপা দিতে চাইছে বিজেপি।