রাজ্য

বিজেপি কর্মী–সমর্থকদের ভিড় ব্রিগেডে

রবিবাসরীয় বারবেলায় ভোটপ্রচারে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল হতেই ব্রিগেড–মুখী বিজেপি কর্মী–সমর্থকরা। আজ যখন ব্রিগেডে মোদীর ভাষণ, ঠিক তখনই শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার মিছিল করবেন তৃণমূল নেত্রী। ময়দানের ঠিক মাঝখানে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। বেলায় প্রধানমন্ত্রী নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে। এই মঞ্চের মধ্যমণি তিনিই। গত লোকসভা নির্বাচনের সময়ও ব্রিগেডে সমাবেশ করেছিলেন মোদী। তবে রাজ্য বিজেপির লক্ষ্য সেই সমাবেশকেও যেন রবিবারের জমায়েত টেক্কা দিতে পারে।
আজ বিজেপির ব্রিগেডে প্রধান বক্তা নরেন্দ্র মোদী। শহরে প্রধানমন্ত্রী আসার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন দলীয় কর্মী–সমর্থকেরা। বিজেপির সদর দপ্তরের সামনে থেকে তাঁরা মিছিল করে ব্রিগেডে যাচ্ছেন। সেখানে চলছে দুপুরের খাবার–দাবারের তোড়জোড়। মেনুতে রয়েছে ভাত–বাঁধকপির তরকারি, এমনকী মাংসও। হাওড়া, শিয়ালদহ, দক্ষিণ কলকাতা ও শহরতলি থেকে বিশাল মাপের কয়েকটি মিছিল আসবে বলে বিজেপি সূত্রে খবর। হাইভোল্টেজ সভায় আসার জন্য প্রায় ২৫–৩০ হাজার বাস বুক করা হয়েছে।
বিধানসভা ভোটের আগে ব্রিগেড চ্যালেঞ্জ বিজেপির। ব্রিগেড গ্রাউন্ড ভরাতে মরিয়া বিজেপি। ব্রিগেড থেকেই নির্বাচনী প্রচারের সুর বেঁধে দেবেন মোদী। ভোটের আগে তিনি বাংলার মানুষকে কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে সবাই। তবে ব্রিগেডের মঞ্চে মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারের মতো বলিউডের তারকাদের হাজির করিয়েও চমক দিতে চাইছে গেরুয়া শিবির। আয়োজনের বহরেই স্পষ্ট, ভোটের আগে আজকের এই দিনটি বাংলায় ‘মেগা সানডে’ হয়ে উঠতে চলেছে।