ব্রেকিং নিউজ রাজ্য

জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যু, সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর

লোকসভা ভোটের ফলাফলের দিন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি-তৃণমূলের সংঘর্ষে গ্রেফতার হন বিজেপি কর্মী সঞ্জয় বেরা। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়। মেদিনীপুর জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে তাঁকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। ফের অসুস্থ হয়ে পড়লে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের।

জেল কর্তৃপক্ষর দাবি, মাটিতে পড়ে মাথায় চোট পেয়েছিলেন সঞ্জয়। মৃত্যুর ঘটনা সামনে আসতে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সেনা হাসপাতাল বা কেন্দ্রীয় হাসপাতালে করার আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা।