বিনোদন

পায়েলের কাছে বিজেপি কর্মীদের অভিযোগ

”তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছে। আর সেকারণেই নিজের বাড়িতে থাকতে পারছেন না এক বিজেপি কর্মী।” বেহালা পূর্বে ভোট প্রচারে গিয়ে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারকে বৃহস্পতিবার এমনই অভিযোগ শুনতে হল। প্রচার চলাকালীনই রাস্তাতে পায়েলের কাছে কিছু বিজেপি কর্মী এমন অভিযোগ জানান।

এদিন পায়েলকে বিজেপি কর্মীরা জানান, গত ২ মাস ধরে ওই বিজেপি কর্মী ঘর ছাড়া। তাকে নিরাপত্তা দিয়ে যেন ঘরে ফেরানো হয়। পায়েল বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রসঙ্গত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে BJP প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই পায়েল সরকার প্রচার শুরু করেছেন। প্রায় প্রতিদিনই তিনি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করছেন।