দেশ ব্রেকিং নিউজ

অপারেশন লোটাসে এখন রাজস্থান

ফের জাতীয় রাজনীতির ঈশান কোণে মেঘের সঞ্চার। মধ্যপ্রদেশ সরকার ফেলার পর বিজেপি’‌র টার্গেটে এখন রাজস্থানের কংগ্রেস সরকার। গেহলট সরকারকে ফেলাই এখন মূল উদ্দেশ্যে অমিত শাহদের। সেই চক্রান্তই ফাঁস করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর অভিযোগ, সরকার ফেলার জন্য কংগ্রেস বিধায়কদের ১৫ কোটি টাকার টোপ দিয়েছিল বিজেপি। দেশ যখন করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কের কাঁটা তখন রাজ্যের বিধায়কদের বিপুল টাকা দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশ এবং কর্নাটকের কংগ্রেস সরকার ফেলার ছকেই এগোচ্ছে বিজেপি। অপারেশন লোটাস চালাতে বিধায়কদের ১০ থেকে ১৫ কোটি টাকার টোপ দেওয়া হয়েছিল রাজস্থানে। শনিবার সাংবাদিক বৈঠক করে ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলট বলেন, ‘‌রাজ্য সরকার যখন করোনার সঙ্গে লড়াই করার আপ্রাণ চেষ্টা করছে, তখন রাজ্য সরকারকে ক্রমাগত বিপাকে ফেলার চেষ্টা করে চলেছে বিজেপি। দেশের মানুষের জানা উচিত, রাজ্যে কংগ্রেস একাই সংখ্যাগরিষ্ঠ। তার মধ্যেই বিজেপি আপ্রাণ চেষ্টা করছে কীভাবে এই সরকারকে ফেলা যায়।’‌
শনিবার রাজস্থানের চিফ হুইপ মহেশ যোশী রাজস্থান পুলিশের সোশ্যাল অপারেশন গ্রুপ অবং অ্যান্টি কোরাপশন ব্যুরোয় অভিযোগ করেছেন। তিনি জানান, বিজেপি ক্ষমতা দেখিয়ে ঘোড়া কেনাবেচা চালাচ্ছে। যোশীর দাবি, বিজেপি মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশে সরকার গড়তে ঘোড়া কেনাবেচা করেছে। রাজস্থানেও সেই চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সেটা হতে দেয়নি কংগ্রেস। গেহলট জানান, বিজেপি যে অসাংবিধানিকভাবে সরকার ভাঙার চেষ্টা করে চলেছে তাতে পরের নির্বাচনে ওদের উচিত শিক্ষা হবে। দেশের মানুষ ওদের বুঝিয়ে দেবে।
রাজস্থানে কংগ্রেসের সরকার টিকিয়ে রাখতে গত সপ্তাহেই দলের বিধায়কদের দিয়ে মুচলেকায় স্বাক্ষর করিয়েছে কংগ্রেসের চিফ হুইপ এবং ডেপুটি চিফ হুইপ। তাঁরা একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, যাঁরা রাজস্থানের কংগ্রেস সরকারের পাশে রয়েছেন তাঁরা যেন বিজেপি’‌র অভিসন্ধি পূরণ হতে না দেন। দক্ষিণ রাজস্থানে কুশলগড়ের এক বিধায়ককে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল বিজেপি বলে অভিযোগ কংগ্রেসের।
রাজ্যসভা ভোটের আগে গুজরাতের ধাঁচে রাজস্থানেও কংগ্রেস বিধায়কদের ভাঙানোর চেষ্টা করেছিল বিজেপি। অশোক গেহলট দাবি করেন, রাজস্থানে কংগ্রেস সরকার ৫ বছর সাফল্যের সঙ্গে পূ্র্ণ করবে। উল্লেখ্য, ২০০ আসনের রাজ্যস্থান বিধানসভায় কংগ্রেসের দখলে রয়েছে ১০৭ আসন। ১২ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। এমনকী আরএলডি, সিপিএম, বিটিবির ৫ বিধায়কও গেহলট সরকারকে সমর্থন দিয়েছেন।