According to BJP sources, Amit Shah will join a public meeting of self-reliant India on June 9 for BJP workers and supporters from all over West Bengal. However, this public meeting will be completely virtual. Venue: Banga BJP's Facebook page and YouTube channel.
রাজ্য

এবার বিজেপি’‌র ব্রিগেড ফেসবুক–ইউটিউবে

ঠেকায় পড়লে কি না হয়। করোনার জন্য সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা বাধ্যতামূলক। তাই কোনওভাবেই কোথাও জনসভা করা যাবে না। অথচ সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। তাই উদ্ভূত পরিস্থিতিতে কীভাবে জনসংযোগ— জনপ্রচার হবে? করোনার জন্য মাঠে জনসভা বাদ। কিন্তু তাই বলে বিধানসভা নির্বাচনের জনসংযোগে কোনও খামতি রাখতে রাজি নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই ঠেকায় পড়ে এবার ফেসবুক–ইউটিউবেই কার্যত ব্রিগেড চলো’‌র ডাক দিতে চলল বঙ্গ বিজেপি।
বিজেপি সূত্রে খবর, ৯ জুন গোটা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আত্মনির্ভর ভারত–এর জনসভায় যোগ দেবেন অমিত শাহ। তবে এই জনসভা হবে পুরোটাই ভার্চুয়াল। স্থান— বঙ্গ বিজেপি’‌র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই এই ভার্চুয়াল জনসভার পোস্টার বঙ্গ বিজেপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেখানেই দেখা যাচ্ছে ফেসবুক–ইউটিউবের এই জনসভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে সবাইকে…দলে দলে যোগ দিন।
দলীয় সূত্রে খবর, ৯ জুন সকাল ১১টায় এই সভা হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সভার জন্য সারা রাজ্যকে ৫টি জোনে ভাগ করা হয়েছে। এই ৫টি জোনে ভাষণ দেবেন অমিত শাহ। ভিডিও কনফারেন্সিংয়ে কেন্দ্রে ৬ বছরের মোদী সরকারের সাফল্যের সঙ্গে করোনা মোকাবিলা, আমফান বিপর্যয়, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলি তুলে ধরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ভার্চুয়াল জনসভায় ১ হাজার বিজেপি কার্যকর্তা অংশগ্রহণ করবেন। এছাড়া ১ হাজার সাধারণ বিজেপি সমর্থকও এই জনসভা শুনতে পারবেন। ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপের মাধ্যমে ভার্চুয়াল জনসভার বক্তব্য জনমানসে তুলে ধরবেন বিজেপি কর্মীরা।