জেলা

ভ্যাকসিন বিনামূল্যে, টুইট বঙ্গ বিজেপির

সপ্তম দফার ভোটের আগেই কোভিড ভ্যাকসিনকে ঘিরে ঢালাও প্রতিশ্রুতি বঙ্গ বিজেপির। শুক্রবার নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত টুইট করে জানিয়ে দিল বঙ্গ বিজেপি, ‘‌পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কোভিড–১৯ ভ্যাকসিন প্রত্যেককে বিনামূল্যে সরবরাহ করা হবে।’‌ আগামী ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল বের হবে। তারপর সরকার গঠনের প্রক্রিয়া শুরু। তবে শুধু পদ্মফুল শিবিরই নয়, ক্ষমতায় আসার পরেই বঙ্গবাসীর জন্য বিনামূল্যে ভ্যাকসিন বরাদ্দ হবে তার প্রতিশ্রুতি দিচ্ছে জোড়াফুল শিবিরও।
বৃহস্পতিবারই দক্ষিণ দিনাজপুরের সভা থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, আগামী ৫ মের পর সকলকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন ইস্যুতে বারবার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নরেন্দ্র মোদী টিকা লুকিয়ে রেখেছেন। এই কোভিডের জন্য নরেন্দ্র মোদী দায়ী।’
দু’‌পক্ষের এই ঘোষণার মধ্যেই গোটা বাংলা জুড়ে কোভিড ভ্যাকসিন পাওয়া নিয়ে নানা হয়রানির অভিযোগ এখনও অব্যাহত। টিকা পাওয়াকে ঘিরে বিভ্রান্তিও ছড়াচ্ছে। এসবের মধ্যে বঙ্গবাসীর যাবতীয় দুশ্চিন্তাকে দূর করে দু’‌পক্ষেরই ঘোষণা, ক্ষমতায় আসার পরেই সকলের জন্য মিলবে কোভিড ভ্যাকসিন। সেটাও একেবারে বিনামূল্য।