জেলা

বিজেপি–তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র আরামবাগ

রাজ্যে বিধানসভা নির্বাচন এখন প্রায় ৮ মাস বাকি। তার মধ্যেই এলাকা দখলকে কেন্দ্র করে আরামবাগের কালিপুরে বিজেপি–তৃণমূল সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নিল। অভিযোগ, বিজেপি’‌র কর্মী সমর্থকরা তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরও করা হয়। প্রতিরোধ করতেই সংঘর্ষ বাধে দু’‌পক্ষের। সংঘর্ষে আহত দু’‌পক্ষের ১৫জন। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অথচ বিজেপি’‌র অভিযোগ, তৃণমূলের লোকজনই আগে গায়ে হাত তোলে। আর তা থেকেই হাতাহাতি হয়।
স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, বেশ কয়েকজন দলীয় কর্মী তাঁদের কার্যালয়ে বসে ছিলেন। অভিযোগ, তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর। ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়। আহত হন ১০ জন তৃণমূলকর্মী। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর একটা অংশ জানাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা কটূক্তি করে বলেই এই সংঘর্ষ ঘটে।
বিজেপি’‌র অভিযোগ, তাঁদের কর্মীরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তৃণমূল কার্যালয়ে বসে থাকা কয়েকজন কর্মী তাঁদের উদ্দেশ্য কটূক্তি করে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ করাতে তাঁদের মারধর করা হয়। আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি সামলাতে এলাকায় নামানো হয় র‌্যাফ।