দেশ লিড নিউজ

BJP Executive Meeting: শুরু দুদিনের বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক

আজ থেকে হায়দ্রাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক। শনি ও রবি এই দুই দিন চলবে এই জাতীয় কর্ম সমিতির বৈঠক। বৈঠক শুরু হয়েছে শনিবার ৩.৩০ মিনিটে। রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বৈঠকের সমাপ্তি। বৈঠকে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, গুজরাটের মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠান ১৯ টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন রাজ্যের রাজ্য সভাপতি, সেই সঙ্গে দলীয় কর্মী সমর্থকেরাও। বৈঠক শুরুর আগেই শামসাবাদে রোড শো করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইতিমধ্যেই তেলেঙ্গানার শহর হায়দ্রাবাদ সেজে উঠেছে ফেস্টুন, বড় বড় কাট আউট, ব্যানার, পোস্টারে। কার্যত হায়দ্রাবাদের রং এই মুহূর্তে গেরুয়া।

বৈঠকের অন্তিম লগ্নে নরেন্দ্র মোদি জনসভা করতে পারেন বলেই দলীয় সূত্রে খবর। মূলতঃ বৈঠকে যে যে বিষয়ে নজর থাকতে পারে তা হল এই মুহূর্তে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিজেপির পরিস্থিতি কি সে বিষয়ে আলোচনা। দলের ব্যাপ্তি ঘটানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সঙ্গে দলের সদস্যপদ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হতে পারে এ বৈঠকে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাজের পর্যালোচনা সেই সঙ্গে সেই রাজ্যে দলের রাজনৈতিক অবস্থান এবং দলের ভিত মজবুত করার বিষয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।