জেলা

ঘরছাড়াদের গ্রামে ফেরালেন বিধায়ক

একুশের নির্বাচনের পর থেকে হিংসা বেড়েছে বলে অভিযোগ উঠে। এমনকী ঘরছাড়াদের ফেরাতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্য সরকারকে। এবার ভাতারের ২৪ জন গ্রামছাড়া বিজেপি কর্মী সমর্থককে ঘরে ফেরালেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক। ফোন নম্বর জোগাড় করে তাদের শান্তিতে বসবাসের আশ্বাস দিয়ে একজোট করিয়ে গ্রামে ফিরিয়ে দেওয়া হল। এমনকী বিধায়ক মানগোবিন্দ অধিকারী উপস্থিত থেকে তাদের ঘরে ঢুকিয়ে দেন। সঙ্গে ছিল ভাতার থানার পুলিশও। এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
নির্বাচন–পরবর্তী হিংসার জন্য কর্মী–সমর্থক গ্রামছাড়া হয়েছে বলে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। আর প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ভাতার থানার পুলিশ ও বিধায়ক মানগোবিন্দ অধিকারী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই ঘরছাড়াদের গ্রামে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আক্রমণ নেমে আসতে পারে এই আশঙ্কাতেও ফলপ্রকাশের পর অনেক বিজেপি কর্মী সমর্থক এলাকা ছেড়ে ছিলেন।
বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ‘‌নির্বাচন মিটে গিয়েছে। এলাকার বাসিন্দারা শান্তিতে জীবনযাপন করুক এটাই চাইব। তৃণমূল কংগ্রেসের জন্যে কেউ ঘরছাড়া হয়ে থাকলে তাদের শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করব।’‌ ভাতারের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের নবাবনগর গ্রামে বেশকিছু বাসিন্দা গ্রামছাড়া রয়েছে বলে খবর পেয়ে সমস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে গ্রামছাড়াদের সঙ্গে ফোনে যোগাযোগ করে ফিরে আসতে বলা হয়। কেউ কোনরকম সমস্যা করবে না বলে আশ্বাস দেওয়া হয়। সেইমতো এদিন সবাইকে ঘরে ফিরিয়ে দেওয়া হল। বিধায়কের উদ্যোগে খুশি গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ।