দেশ লিড নিউজ

দল ছাড়লেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিষ সাহা

বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী বলেই বরাবর পরিচিত। তাই দল ছাড়ার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, এবার কোন দলে যোগ দিতে চলেছেন তিনি। তবে কি এবার তৃণমূলে যোগ দেবেন তিনি?

বরাবরই বিপ্লব দেবের বিরোধীতা করতে দেখা গেছে সুদীপ রায় বর্মণকে। তৃণমূলের সঙ্গে তাঁর ঘণিষ্ঠতার কথাও সকলের অজানা নয়। এদিন বিজেপির দপ্তরে বিধায়ক পদ এবং দল ত্যাগ করার জন্য ইস্তফা পত্র পাঠান সুদীপ।

যদিও তেইশের বিধানসভা নির্বাচনে লড়বেন না বলে আগেই জানিয়েছিলেন এই বিধায়ক। বিজেপির টিকিটে আর লড়তে চান না বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই, ফলে শ্বাসরুদ্ধকর অবস্থা রাজ্যবাসীর। গণতন্ত্রের অক্সিজেন শেষ হয়ে গেছে বলে জানান তিনি। এমনকি মানুষের কন্ঠস্বর রোধ করা হচ্ছে ত্রিপুরায় এই অভিযোগও এনেছিলেন সুদীপ।এই সমস্ত দলবিরোধী কাজের জন্য তাঁকে মন্ত্রী পদ থেকে অপসারণ করেছিল বিজেপি।

একই সঙ্গে দল ছাড়লেন বিধায়ক আশিষ সাহা। আর এদিনই দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন তাঁরা। দল ছাড়ার আগে অবশ্য বিপ্লব দেবের নামে বিষোদগার করেছেন সুদীপ।দল ছাড়াও পর দিল্লি যাত্রার সময় বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় আশিষকেও।এবার একই সঙ্গে দুই বিধায়কের দলত্যাগে অস্বস্তিতে ত্রিপুরা রাজ্য বিজেপি। মুকুল ঘনিষ্ঠ এই নেতার তৃণমূলে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।আবার কংগ্রেসে যোগদানের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। তবে ভোটের আগে দুই বিধায়কের দলত্যাগে যে চাপের মুখেই পড়ল বিজেপি তা বলাই বাহুল্য।