তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৪ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বালুরঘাটের সাংসদ। সেখান থেকে প্রথমে তাঁকে বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
বিজেপির অভিযোগ, পুলিশি হেনস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করে, সুকান্তর অসুস্থতা পূর্ব পরিকল্পিত। এদিন হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে উপস্থিত বিজেপি কর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।
যদিও চিকিৎসকরা তাঁকে আরও কদিন হাসপাতালে থেকে বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছিলেন। বিজেপি সূত্রে খবর, রবিবার দিল্লিতে বিজেপির দলীয় বৈঠক রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন রাজ্য থেকে নেতারা আসবেন সেখানে। ওই বৈঠকে যোগ দিতেই চিকিৎসকদের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন সুকান্ত। এরপর এদিন হাসপাতাল থেকে বেরিয়েই দিল্লিতে বিজেপির নীতি নির্ধারক কমিটির অধিবেশনে যোগ দিতে রওনা দেন তিনি