ব্রেকিং নিউজ রাজ্য

যারা আইন তৈরি করছেন তাদের আইন মেনে চলা উচিত: তৃণমূলকে কটাক্ষ দিলীপের

রাজ্যে প্রায় সাড়ে তিনকোটি ভ্যাকসিন পড়ে রয়েছে। তাই রাজ্যের উচিত টিকাকরণে গতি বাড়ানো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে কিন্তু লাইনে দাঁড়িয়ে অনেকে পাচ্ছেন না। শনিবার নিউটাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, রাজ্যে শুধু আইনেই লকডাউন আছে, কিন্তু বাস্তবে তা করা হচ্ছে না। মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে দুয়ারে সরকারের নামে। আমরা প্রথম থেকেই বলে আসছি লাইনে দাঁড় না করিয়ে সকলের অ্যাকাউন্টে টাকা দিন। সাধারণ মানুষের পুরো বিষয়টা গা সওয়া হয়ে গিয়েছে। আরও সচেতন করা উচিত।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েও তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি জানান, বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসুচি করা হয়েছে কিন্তু তাতে সাধারণ মানুষ যোগ দেননি। করোনাবিধি মেনেই কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেখানে বাধা দিয়েছে, আমাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু তৃণমূলের কর্মসূচিতে পুলিশ কিছু বলে না। এরপরই তার ক্ষোভ, যারা লোককে শেখাবে তারা আইন মানছে না। যারা আইন তৈরি করছে তারা আইন মানছে না। যারা আইন করছেন তাদের আইন মেনে উদাহরণ দেখাতে হবে।

বিশ্বভারতী প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি করার জায়গা নয়। বিশ্বভারতী আমাদের কাছে গর্বের ব্যাপার। এইসব করে শান্তিনিকেতনের গরিমা নষ্ট করা হচ্ছে।

এরপরই তিনি রাজ্যে নির্বাচন নিয়ে তৃণমূলের দাবিকে কটাক্ষ করেন। দিলীপ ঘোষের কথায়, মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গিয়েছে। ক্ষমতা আর চেয়ারে থাকার ইচ্ছে এরাজ্যের মানুষের দুর্দশার কারণ। ক্ষমতায় থাকার ইচ্ছের কারণেই এই করোনাকালে নির্বাচন চাইছেন তৃণমূল নেত্রী।