রাজ্য

তর্পণ নিয়ে চরম হুমকি বিজেপি’‌র

মহালয়ার তর্পণ নিয়ে বুধবারই বিজেপি বনাম রাজ্য সরকারের লড়াই চরমে উঠেছিল। শেষমেশ পুলিশ গিয়ে তর্পণের মঞ্চ ভেঙে দেয়। যেখানে শহিদদের জন্য তর্পণ করার পরিকল্পনা ছিল। আর আজ মহালয়ার দিন তর্পণ ঘাট থেকে গর্জে উঠল বিজেপি’‌র হুঙ্কার। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌যাঁরা তর্পণের মঞ্চ ভাঙলেন, তাঁদের উর্দি খুলে নেব।’‌
রাজ্য বিজেপি থেকে আগেই বলা হয়েছিল, মঞ্চ ভাঙলেও তর্পণ হবেই। সেইমতো এদিন তর্পণ হয়ও। সেখানে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা দিয়ে নাটক করছেন। এই রাজ্যে দূর্গাপুজা করা যাবে না, তর্পণ করা যাবে না, সনাতন ধর্ম পালন করা যাবে না। তাহলে কী করা যাবে?‌’‌
এরপরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর মনে ছিল না যে আজ মহালয়া। যদি মনে থাকত তাহলে তিনি আজকের দিনটিতে লকডাউন ঘোষণা করে দিতেন।’‌ বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ঘাটে তর্পণ করে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে আক্রমণ করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
আবার এদিন দ্বারকেশ্বর নদের ঘাটে তৃনমূলের ৫৬ হাজার শহিদের উদ্যেশ্যে তর্পণ নিবেদন করলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা।