লিড নিউজ

বিজেপি সরপঞ্চকে গুলি করে ঝাঁঝরা করল জঙ্গিরা

৩৭০ ধারা বিলোপের এক বছর পূর্তির ২৪ ঘণ্টাও কাটল না। জম্মু–কাশ্মীরে ফের আর এক বিজেপি সরপঞ্চকে খুন করল সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তাঁর। একদিন আগেই ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের গুলিতে জখম হয়েছিলেন বিজেপি’‌র আর একজন সরপঞ্চ।। তারই মাঝে আবারও সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হল এক বিজেপি নেতার। এই নিয়ে সাম্প্রতিক অতীতে জম্মু–কাশ্মীরে ৪ জন বিজেপি নেতাকে খুন করল সন্ত্রাসবাদীরা। নিহত হলেন বিজেপি নেতা তথা এক গ্রামের সরপঞ্চ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে।
মৃত সাজাদ আহমেদ কাশ্মীরের কুলগাঁও জেলার বিজেপি সংগঠনের সহ–সভাপতি ছিলেন। শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুলগাঁওতেই তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁকে গুলি করে খুন করা হয়। এখনও কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। কুলগাঁও থেকেই সম্প্রতি নিখোঁজ হয়েছেন এক সেনা জওয়ান। তাঁকে সন্ত্রাসবাদীরা অপহরণ করেছে বলে মনে করছে ভারতীয় সেনাবাহিনী। অন্যান্য সরপঞ্চদের সঙ্গে কিছুদিন ধরে একটি পরিযায়ী শিবিরে ছিলেন সাজাদ। তবে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাই ভেস্সুর দিকে যাত্রা করেন। তিনি যখন বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরত্বে, তখনই তাঁর উপর গুলি চালানো হয়।
অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই নেতাকে। তবে হাসপাতালে পৌঁছনোর আগে পথেই মৃত্যু হয় তাঁর। এই নিয়ে গত কয়েক সপ্তাহে চার বার বিজেপি নেতাদের ওপরে আক্রমণের ঘটনা ঘটল। গত মাসের শেষ দিকে বন্দিপোরার জেলা সভাপতি ওয়াসিম বারিকে খুন করে জঙ্গিরা। হত্যা করা হয় তাঁর বাবা আর ভাইকেও। চলতি সপ্তাহেই মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলিতে গুরুতর জখম হন জম্মু–কাশ্মীরের আর এক বিজেপি নেতা আরিফ আহমেদ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। চলতি বছর জুন মাসে একইভাবে গুলি করে হত্যা করা হয় জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতা অজয় ভারতীকে।