হ্যারিকেন, ইন্ডাকশন কুকার নিয়ে বিদ্যুৎ বিল কমানোর দাবীসহ ১৪ দফা দাবিতে বনগাঁ বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপির।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ডিভিশন বিদ্যুৎ দপ্তরের সামনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ জেলা বিজেপির সভাপতি রামপদ দাসের উপস্থিতিতে আজ, সোমবার ১৪ দফা দাবিতে হ্যারিকেন ও ইন্ডাকশন কুকার নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে বিদ্যুৎ বিল কমানো, মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়া, কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব সহ ১৪ দফা দাবি জানানো হয়।
এবিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, মাননীয়ার কাছে বিদ্যুৎ বিল কমানোর দাবি জানাচ্ছি আমরা। ভোটের আগে বনগাঁর সাধারণ মানুষকে ইন্ডাকশন কুকার দেওয়া হল ভোটের স্বার্থে। আমার প্রশ্ন, বিদ্যুৎ বিল কি মাননীয়া দেবেন? আমাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”