বৃহস্পতিবার হাওড়ার বাগনানে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে রাজ্য বিজেপি। দলীয় কর্মী কিঙ্কর মাঝি খুনের প্রতিবাদে এই বন্ধ ডাকা হয়েছে। বিজেপি’র অভিযোগ, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে কিঙ্কর মাঝিকে। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে।
গত ২৪ অক্টোবর বাড়ির কাছেই দুষ্কৃতীর গুলিতে নিহত হন কিঙ্কর মাঝি। বিজেপি কিঙ্করকে দলীয় কর্মী হিসেবে দাবি করে জানায়, শাসকদলের লোকজন রাজনৈতিক কারণে কিঙ্করকে খুন করেছে। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হয়েছেন কিঙ্কর মাঝি।
এই খুনের ঘটনায় দুই অভিযুক্তের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অপরজন ফেরার। পুলিশ দ্বিতীয় জনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। বাগনান এলাকায় ছোট ছোট মিছিল মিটিং করার সিদ্দান্ত নিয়েছে বিজেপি।
বিজেপি’র অভিযোগ, বাগনানে দলের প্রভাব বাড়ছে। তাই তৃণমূল আশ্রিত গুন্ডারা কিঙ্কর মাঝিকে গুলি করে খুন করেছে। এই খুনের প্রতিবাদে বাগনানের মনসাতলা এলাকায় টায়ার জ্বালিয়ে লোকাল বিজেপি কর্মীরা এনএইচ–১৬ অবরোধ করেন।
এদিন হাওড়া গ্রামীণের বিজেপি জেলা সভাপতি শিবশঙ্কর বেজের নেতৃত্বে বাগনান থানার সামনেও গেরুয়া কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, দলীয় কর্মী খুনের প্রতিবাদে বিজেপি রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করবে। পাল্টা বাগনানের তৃণমূল কংগ্রেস বিধায়ক অরুণাভ সেনের অভিযোগ, বিজেপি রাজ্যে অশান্তি পাকাচ্ছে। মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করেছে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই উনি খুন হয়েছেন।