সপ্তম দফার ভোটের ঠিক আগেই আগুনে পুড়ল বিজেপির দলীয় কার্যালয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের গোপালপুর অঞ্চলের বালুটোলা গ্রামে। ভোটের আগে এই ঘটনায় আতঙ্কিত গোটা গ্রাম। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় বিজেপি নেতা তাজমুল হকের অভিযোগ, ‘সারাদিন কাজ করে রাতে এই নির্বাচনী দপ্তরে আসি। রাত ১১টা নাগাদ দপ্তর বন্ধ করে বাড়ি যাই। আমাদের দপ্তরের কিছুটা দূরে তৃণমূলের কিছু লোকজন রাতে বসেছিল। কিছুক্ষণ পরে আমায় খবর দেওয়া হয়, দপ্তরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দেখতে যাই। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। গোটা ঘটনা লিখিতভাবে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের জড়িত রয়েছে।’
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের গোপালপুর অঞ্চলের সভাপতি মহম্মদ নাসির বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল এই কাজের সঙ্গে যুক্ত না। বিজেপি পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছে পুলিশ তদন্ত করবে। এই এলাকায় বিজেপির কিছুই নেই অযথা এখানে মিথ্যে অভিযোগ করছে বিজেপি।’