জেলা

বিজেপি শহীদ দিবস পালন

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে “গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও” দিবস পালন করলো বিজেপি। বুধবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি জেডপি ১৫এর মন্ডল কমিটির কার্যালয়ে বিজেপি নেতা কর্মীরা উপস্থিত হয়ে পুরুলিয়া জেলার তিন বীর শহীদ দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো ও জগন্নাথ টুডুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত থেকে বাঘমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। এখানে শুধু হিংসা, মারামারি আর খুন। এই রাজ্যের শাসকদল ভোট পরবর্তীতে বিজেপি দলের বহু নেতা কর্মীদের হত্যা করেছেন এবং বিজেপি দলে থাকা কর্মীদের পরিবারের মা বোনেদের বিভিন্ন রকম অত্যাচার চালাচ্ছে। এখানে প্রশাসন বলে কিছু নেই। সাধারণ মানুষের আশ্বাস ছিলো মমতা ব্যানার্জীর উপর, কারণ তিনি কথা দিয়েছিলেন এই বাংলা মা মাটি মানুষ সবাই খুশিতে থাকবে কিন্তু আজকে যা অবস্থা তার বিপরীত দাঁড়িয়েছে। সাধারণ মানুষের চোখের জলের কান্ডারি এই শাসকদল”।

̣এদিন ‘গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার, বাঘমুন্ডি জেডপি ১৫ এর মন্ডল সভাপতি মানিক মাঝি, মন্ডল সাধারণ সম্পাদক বিজয়মোহন সিং, জেডপি ১৫র যুব সভাপতি বিধান চন্দ্র কুমার সহ আরও নেতা কর্মীরা।

বিশেষ সংবাদদাতা: সোমনাথ রায়, পুরুলিয়া